Young artist Sajia Rahman Sondha said that an award not only recognises recipients for their hard work but also places a greater responsibility on winners.
The 23rd edition of the Young Artists’ Fine Arts Exhibition, one of the flagship arts events of Bangladesh Shilpakala Academy (BSA), began on Wednesday at the National Art Gallery of BSA in the capital.
শ্রেষ্ঠ নবীন শিল্পী চারুকলা পুরস্কার-২০২২ পেয়েছেন সাজিয়া রহমান সন্ধ্যা। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন আরও ১১ শিল্পী। শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকা, একটি মেডেল, একটি ক্রেস্ট, সনদপত্র ও ক্যাটালগ প্রদান করা হয়। এছাড়া প্রতিটি মাধ্যমের শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, একটি ক্রেস্ট, সনদপত্র ও ক্যাটালগ প্রদান করা হয়।
শ্রেষ্ঠ নবীন শিল্পী চারুকলা পুরস্কার-২০২২ পেয়েছেন সাজিয়া রহমান সন্ধ্যা। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন আরও ১১ শিল্পী। শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকা, একটি মেডেল, একটি ক্রেস্ট, সনদপত্র ও ক্যাটালগ প্রদান করা হয়। এছাড়া প্রতিটি মাধ্যমের শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, একটি ক্রেস্ট, সনদপত্র ও ক্যাটালগ প্রদান করা হয়।
সাজিয়া রহমান ভর্তি হতে চেয়েছিলেন সাংবাদিকতা বিভাগে। সে অনুযায়ী ভর্তি ফরমও তুলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে কেন যেন সিদ্ধান্ত বদল করেন তিনি। ভর্তি হন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগে। এখন রংতুলির সঙ্গে বেশির ভাগ সময় কাটে তাঁর।